স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ১০ জন ক্যান্সার আক্রান্ত রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকার চেক প্রদান করেছেন হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ আসনের এমপি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। সোমবার সকাল ১১টার দিকে আক্রান্ত রোগীর স্বজনদের হাতে আনুষ্ঠানিকভাবে এই চেক হস্তান্তর করেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
পরে সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তৃতা করেন এমপি আবু জাহির। তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে ইউনিয়ন পর্যায়েও আইন-শৃঙ্খলা সভা নিশ্চিত করতে হবে। রাস্তাঘাটের উন্নয়ন কাজ চলাকালে জনসাধারণের সাময়িক অসুবিধা দেখা দিতে পারে। এক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিদেরকে জনগণের পাশে থেকে তাদেরকে বুঝাতে হবে। রাস্তাঘাট দখল করে স্থাপনা নির্মাণকারীদের ব্যাপারে প্রশাসনকে স্বোচ্ছার হতে হবে। এ সময় তিনি হবিগঞ্জ শহরের বিভিন্ন স্কুল-কলেজের সামনে বখাটেদের উৎপাত বন্ধ করতে পুলিশ প্রশাসনকে সজাগ থাকার নির্দেশ দেন।
সভায় হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন রুবেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বিটিভি’র জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সরকারি কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ বক্তৃতা করেন।
এ সময় সুন্দরভাবে পবিত্র ঈদুল আযহা উদযাপনে ভূমিকা রাখায় প্রশাসনের প্রতি ধন্যবাদ জানানো হয়।
ক্যান্সার আক্রান্ত রোগীদের ৫ লাখ টাকার চেক প্রদান করলেন এমপি আবু জাহির
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com