নিজস্ব প্রতিনিধি ॥ আদালতের ১৪৪ ধারা জারি থাকা স্বত্ত্বেও বাহুবল উপজেলার খোজারগাঁও গ্রামের কবরস্থান দখল চেষ্টা নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। আজ সকালে খোজারগাঁও ও বিহারীপুর গ্রামের লোকজন সংঘর্ষে লিপ্ত হতে পারে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গতকাল শুক্রবার সকালে বিহারীপুর গ্রামের মৃত আক্রম উল্লার পুত্র আজগর আলী ও তার লোকজন খোজারগাঁও গ্রামের কবরস্থানটি দখলের জন্য কবর উপরের সবকটি গাছ কেটে নিয়ে যাওয়ার জের ধরে এ সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। শুক্রবার মধ্যরাত পর্যন্ত বিহারীপুর গ্রামের আজগর আলীর বাড়িতে ও খোজারগাঁও লাল মিয়ার বাড়িতে পরামর্শ করে তারা আজ সকালে সংঘর্ষের প্রস্তুতি নিয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com