বিশেষ প্রতিনিধি ॥ গত রবিবার ইস্ট রিভার তীরে অবস্থিত কুইন্স ব্যুরো ব্রিজ পার্কের প্রাকৃতিক সৌন্দর্য্যঘেরা মনোরম পরিবেশে সুশৃংখলভাবে সম্পন্ন হয় প্রবাসী হবিগঞ্জবাসীর প্রাচীন সংগঠন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন ও মিলন মেলা ২০১৯। পরিবার পরিজন নিয়ে মাঠে এসেই শুরু হয় বছর শেষে দেখা হওয়া বন্ধু, আত্মীয় ও প্রতিবেশীদের কুশল বিনিময়। বেলা বাড়ার সাথে সাথে বনভোজনের স্থান পরিণত হয় নিউইয়র্কে এক টুকরো হবিগঞ্জে। সব ভাষা অনুপস্থিত রেখে মায়ের মর্যাদায় হবিগঞ্জের আঞ্চলিক ভাষায় নারী পুরুষ গল্পে মগ্ন। সকালের নাস্তা শেষ করেই মাঠে শুরু হয় ছোটমনিদের খেলাধূলা, তা থেকে মহিলারা বাদ যায়নি, পিলো খেলা, হাড়ি ভাংগা সহ স্বামী স্ত্রীর পানিবল খেলা।
এরই মধ্যে বিশাল আকারে নারী পুরুষের লাইন হয় স্পাইসি এন্ড কারীর মজাদার ভোজনের জন্য। কর্মকর্তাগণ ব্যস্ত হয়ে যান বনভোজনের মূল পর্ব মধ্যাহ্নভোজন পরিবেশনে। খাওয়া শেষ করে ক্লান্ত শরীরে একে একে বৃক্ষের ছায়াতলে পাতানো চেয়ারে হেলান দিয়ে বসতেই মাইকে ভেসে আসে- অতিথিদের আসন গ্রহণের ঘোষণা।
মিজানুর রহমান চৌধুরী শেফাজের সভাপতিত্বে একে একে আসন গ্রহণ করেন বনভোজন কমিটির আহবায়ক রমিজ উদ্দীন খান, মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, জালালাবাদ এসোসিয়েশনের এ কে ছালাম, বীর মুক্তিযোদ্ধা হালিম খান, মোবাশ্বীর হোসেন চৌধুরী, অ্যাডভোকেট নাসির উদ্দীন, সৈয়দ কামাল উদ্দীন আহমদ, সাহ ফয়েজ উদ্দীন, গাজী মাহমুদুর রহমান, হবিগঞ্জ জেলা সমিতির সভাপতি দেওয়ান বজলুর রহমান চৌধুরী, সাবেক সভাপতি সৈয়দ নজমুল হাসান কোবাদ, সাবেক সভাপতি শফি উদ্দীন তালুকদার, সিনিয়র সহ সভাপতি মোঃ আজদু মিয়া তালুকদার, কুইন্স বাংলাদেশ সোসাইটির সভাপতি তোফায়েল চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সাইকুল ইসলাম, ডি. এম রনেল, বিশিষ্ট কমিউনিটি নেতা আলমগীর মিয়া, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল আজাদ ভূঁইয়া, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিত, সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ টিপু, নবীগঞ্জ সোসাইটির সাধারণ সম্পাদক জয়নাল চৌধুরী, ওসমানীনগর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি বশির আহমদ, যুবনেতা ও নবীগঞ্জ সমিতির সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেনণ আলোচনাপর্ব যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপন ও সদস্য সচিব রোকন হাকিম।
আরো উপস্থিত ছিলেন লিয়াকত আলী চেয়ারম্যান, মোন্তাসিম বিল্লাহ, আশিকুর রহমান, ফয়সল আহম্মদ, ছামছুল ইসলাম সামীম, তাজুল ইসলাম মানিক, আমীর আলী, প্রফেসর আব্দুর রহমান, ফয়সল আহমেদ খান পারভেজ, এ.কে জয়, হাসান আলী, শামীম তালুকদার, জুনেদ খান, এমরান আলী, গিয়াস উদ্দীন, জুয়েল মিয়া, গোলাম রাহীম শ্যামল, সৌকত চৌধুরী, কাউছার চৌধুরী ও মহিলা সম্পাদিকা এনি চৌধুরী।
খেলায় বিজয়ী শিশু কিশোরদের হাতে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিগণ। এর পরই আকর্ষণীয় কূপন লটারী প্রথম পুরষ্কার বিজয়িনী জেমি খানের হাতে তুলে দেওয়া হয় ৫০ ইঞ্চি টেলিভিশন, দেলোয়ার হোসেন মানিক দ্বিতীয় পুরষ্কার অর্জন করেন ৪২ ইঞ্চি টেলিভিশন। সাতজন বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় লটারী প্রাইজ।
সকলের সহযোগিতায় অনুষ্ঠানটি সফল করায় সভাপতি ও আহ্বায়ক কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী দিনে সহযোগিতা অব্যাহত রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন আহ্বায়ক রমিজ উদ্দীন খান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com