স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভাকে গ্রীণ সিটি ক্লিন সিটি করতে পৌরবাসীর একান্ত সহযোগিতা প্রয়োজন। ইতিমধ্যে আমি কাজ শুরু করে দিয়েছি, সবাই সহযোগিতা করলে দ্রুত ক্লিন পৌরসভা করতে পারব ইনশাআল্লাহ, গতকাল ’৭১ সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান একথা বলেন।
সুরবিতান ললিতকলা প্রশিক্ষণ কেন্দ্রে আমিনুল ইসলাম অন্তরের সভাপতিত্বে এবং কামরুল হাসান খান ও নবদ্বীপা দত্তের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরী, ব্যকস সভাপতি সামছুল হুদা, সংগঠনের উপদেষ্টা সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সহ সভাপতি শেখ মোঃ জাহাঙ্গীর মিয়া, রেনেসাঁ ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক আবু নাসের মোঃ শাহিন, ইসলামি যুব আন্দোলনের হবিগঞ্জ জেলার সভাপতি আসাদুজ্জামান লিটন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিফতা। সভা শেষে প্রথম স্থান অধিকারী ৪র্থ শ্রেণীর হানি, এম আলী স্কুল, ২য় স্থান অধিকারী ৪র্থ শ্রেণীর বিশাল তালুকদার, রাইটওয়ে ৩য় স্থান অধিকারী ৩য় শ্রেণীর ছাত্র জিদান আল সিনহা ম্যাক কেজি এন্ড স্কুলের ছাত্রসহ ১৫ ছাত্রছাত্রীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com