স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ পৃথক দু’টি স্থানে অভিযান চালিয়ে ৭শ পিস ইয়াবা, ১৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও সিএনজি অটোরিকশাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার ভোররাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মুর্শেদ আলম’র নেতৃত্বে উপজেলার দেবনগর গ্রামে অভিযান চালিয়ে সুরত আলীর ছেলে দিদারুল ইসলাম দারুলকে (৫০) ৭শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। একইদিন হরষপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই রাকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ ১৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি সিএনজি অটোরিকশাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হল বি-বাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিগচ্ছ গ্রামের জাবেদ আলীর ছেলে সানোয়ার মিয়া (২৪), একই উপজেলার সৈয়দ টোলা গ্রামের ইদ্রিছ আলীর ছেলে জোবায়েদ মিয়া (৩০) ও সিএনজি চালক হেলাল মিয়া (২০)।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম আজমিরুজ্জামান জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com