মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ বাহুবলে একযোগে পরিষ্কার করা হয়েছে সকল শিক্ষাঙ্গন ও অফিস প্রাঙ্গণ। বৃস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হয়ে দিনব্যাপি এ অভিযান চলে। উপজেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কিন্ডারগার্টেন, সকল সরকারি বেসরকারি দপ্তর, প্রতিষ্ঠান, বাজার ও রাস্তাঘাটগুলো নিজ নিজ কর্তৃপক্ষের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করেন।
এদিকে সামাজিক সংগঠন ‘‘আমরা সবুজ” সংঘকে সাথে নিয়ে ওইদিন সকাল সাড়ে ৫টায় এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক। পরবর্তীতে ইউএনও’র নির্দেশে প্রতিষ্ঠান ও অফিস প্রাঙ্গণে ছোট ডোবা, গর্তে জমে থাকা পানি, ময়লা আবর্জনা, অপ্রয়োজনীয় গাছ, ঘাস ইত্যাদি সরিয়ে ফেলা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক বলেন, ডেঙ্গু জ্বর প্রতিরোধে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ। আমাদের সবার অফিস প্রাঙ্গণ, বাসা ও অফিসের ছাদ পরিষ্কার করা প্রয়োজন। ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব বাড়ছে। আমার নেতৃত্বে ১১টা থেকে সকল প্রতিষ্ঠান প্রধানরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নামেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com