এসএম সুরুজ আলী ॥ দু’দিনের সফরে হবিগঞ্জ এসেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। গতকাল শুক্রবার বাহুবলের পুটিজুরী দ্যা প্যালেস রিসোর্টে প্রতিমন্ত্রী সস্ত্রীক রাতযাপন করেন। প্রতিমন্ত্রী বাহুবল এসে পৌঁছলে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। সফরকালে প্রতিমন্ত্রী আজ শনিবার সকাল সাড়ে ৯টায় মাদক বিরোধী সচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। পরে তিনি জেলার পুরাকীর্তি ও দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করবেন। রবিবার সকাল সাড়ে ১১টায় প্রতিমন্ত্রী হবিগঞ্জ জেলার ক্রীড়া স্থাপনাসমূহ পরিদর্শন করবেন। প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোঃ মজিবর রহমান প্রেরিত সফরসূচিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। এদিকে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (আর্থিক প্রতিষ্ঠান বিভাগ) মোঃ আসাদুল ইসলাম হবিগঞ্জ জেলা সফরে এসেছেন। তিনি শনিবার সকালে দ্যা প্যালেস রিসোর্টে সিলেট বিভাগের সকল বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অঞ্চল প্রধানদের সাথে অনুষ্ঠিতব্য আর্থিক অন্তর্ভুক্তি, মানি লন্ডারিং প্রতিরোধ, জাল নোট প্রতিরোধ সভায় অংশগ্রহণ করবেন। এ তথ্য নিশ্চিত করেন উপসচিব মোঃ সাঈদ কুতুব ও বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক।
দ্যা প্যালেস রিসোর্টে মানি লন্ডারিং ও জাল নোট প্রতিরোধ সভায় অংশগ্রহণ করবেন সিনিয়র সচিব আসাদুল ইসলাম
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com