স্টাফ রিপোর্টার ॥ মঙ্গলবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় বক্তব্য প্রদানকালে ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নের পাশাপাশি ৪ লেনে উন্নীত ও রেলপথের উন্নয়নসহ বিভিন্ন দাবি উত্থাপন করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। শায়েস্তাগঞ্জকে উপজেলায় রূপান্তর, শেখ হাসিনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও বলভদ্র সেতু নির্মাণসহ হবিগঞ্জ-লাখাই-সরাইল-নাসিরনগর সড়কের নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে এমপি আবু জাহির বলেন, নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলাবাসী নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ দলীয় প্রার্থীকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। এখন প্রয়োজন উপজেলা কমপ্লেক্স নির্মাণের পাশাপাশি স্কুল ও কলেজকে সরকারিকরণ করা। শীঘ্রই হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ শুরুর দাবি জানিয়ে তিনি বলেন, সম্প্রতি ঢাকা-সিলেট রেলপথ ও মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে সিলেটবাসী বিকল্প সড়ক হিসেবে হবিগঞ্জ-লাখাই-সরাইল নাসিরনগর সড়ক ব্যবহার করে উপকৃত হয়েছেন। এই বিকল্প যোগাযোগ ব্যবস্থাকে আরো উন্নয়ন করা প্রয়োজন।
এমপি আবু জাহির বলেন, ২০০৫-২০০৬ অর্থবছরে বিএনপির সর্বশেষ বাজেট ছিল ৬৯ হাজার কোটি টাকার। সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেটকে নিয়ে এসেছেন ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকায়। পৃথিবীর প্রায় সব দেশেই বাজেটে ঘাটতি থাকে। আমাদের বাজেটেও ৫% ঘাটতি ধরা হয়েছে। বিএনপি ও জাতীয় পার্টির সংসদ সদস্যরা মিথ্যা তথ্য দিয়ে বক্তব্য প্রদান করে জাতিকে বিভ্রান্ত করছেন। এ বিষয়ে একটি আইন প্রণয়নেরও দাবি জানান তিনি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com