চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে আট দিন ধরে দুলা মিয়া (৩৫) নামে এক যুবক নিখোঁজ। সে চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের পাট্টাশরিফ বড়বাড়ি গ্রামের মসকুদ আলীর ছেলে। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ জুন সোমবার সন্ধ্যায় দুলা মিয়া তার নিজ বাড়ি থেকে একই উপজেলার পাইকুড়া তালতলা বাজারের উদ্দেশ্যে যান। ওইদিন তার পরিবারের লোকজন গভীর রাত পর্যন্ত তার জন্য অপেক্ষা করলেও তিনি আর ফিরে আসেননি। পরে দুলা মিয়ার পরিবারের লোকজন তাদের সকল অত্মীয়ের বাড়িতে খোঁজখবর নিয়েও কোথাও তাকে পাওয়া যায়নি। নিখোঁজের বিষয়টি পরিবারের পাশাপাশি পুলিশও বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করলেও তার সন্ধান পায়নি। নিখোঁজের বিষয়ে তার বড় ভাই রিজু মিয়া বলেন, বিভিন্ন জায়গায় খুঁজেও তার কোন সন্ধান মিলছে না। পুলিশ জানিয়েছে, তারা আমার ভাইকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, পুলিশ বিভিন্ন স্থানে দুলা মিয়াকে খুঁজছে। বিভিন্ন থানায়ও ইতোমধ্যে অবগত করা হয়েছে। আশা করা যাচ্ছে দ্রুত তার সন্ধান পাওয়া যাবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com