স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য মোঃ নুরুল হুদা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার বিকাল ৩টায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তার মৃত্যুতে আইনজীবীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সন্ধ্যায় নুরুল হুদার লাশ তার নিজ বাড়ি নবীগঞ্জ উপজেলার গুজাখাইর গ্রামে পৌঁছলে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। তার সহকর্মীরা গ্রামের বাড়িতে ছুটে যান। এশার নামাজের পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে অংশগ্রহণ করেন সাবেক এমপি আলহাজ¦ শেখ সুজাত মিয়া, উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, পৌর মেয়র আলহাজ¦ ছাবির আহমেদ চৌধুরী, সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ বদরু মিয়া, সাধারণ সম্পাদক রুহুল হাসান শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক ফৌজধারী শাখা আশরাফুল আলম খোকন, দিওয়ানী শাখা জ্যোতিশ চন্দ্র গোপ, সিনিয়র সদস্য কুতুব উদ্দিন শাহ, অ্যাডভোকেট আব্দুর রহিম আকল মিয়া, মোঃ জমশেদ মিয়া, এপিপি হাবিবুর রহমান খান, মোঃ মুজিবুর রহমান কাজল, আতাউর রহমান রুমি, মোঃ আলমগীর, মোঃ সুফি মিয়া, নিজাম উদ্দিন লস্কর, আলী আজগর, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, সাইফুল জাহান চৌধুরী, মুজিবুর রহমান শেফু, প্যানেল মেয়র এটিএম সালাম, সাবেক চেয়ারম্যান মুক্তাদির চৌধুরী, খোকন চন্দ্র গোপসহ আইনজীবী ও সর্বস্তরের মানুষ।
জানাজা শেষে গ্রামের বাড়িতে তার লাশ দাফন করা হয়। আজ বুধবার হবিগঞ্জ জজকোর্টে শোক সভা ও ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হবে। নুরুল হুদা কিছুদিন ধরে শ^াসকষ্টজনিত রোগে ভোগছিলেন।