স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে পুলিশ কর্মকর্তার একটি ১০০ সিসি ডিসকভার মোটর সাইকেল চুরি করে নিয়ে গেছে চোরেরা। মঙ্গলবার বিকেলে ইন্সপেক্টর মিজানুর রহমান তার মোটর সাইকেলটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ের সামনে রেখে ভেতরে যান। বিকেল প্রায় সাড়ে ৫টার দিকে অজ্ঞাত চোর সাইকেলটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় নাইটগার্ড মাহবুবুর রহমান তাকে পেছন থেকে ধাওয়া করলেও চোর তাকে অস্ত্রের ভয় দেখিয়ে সাইকেল নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে সদর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সিসি টিভির ফুটেজ দেখে চোরকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com