স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার একটি শিল্প কারখানার দুই নারী শ্রমিককে ইভটিজিং করার অপরাধে দুই যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনুভা নাশতারান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার ধর্মঘর ইউনিয়নের মোহনপুর গ্রামের আব্দুল জাহেরের ছেলে সোহাগ মিয়া (২২) এবং একই গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে উমর আলী সেবু (২৩)।
পুলিশ জানায়, ওই দুই যুবক একটি কারখানার দুই শ্রমিককে দীর্ঘদিন ধরে ইভটিজিং করে আসছিল। সোমবার বিকালে পুনরায় তারা ইভটিজিং করলে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার এসআই কপিল উদ্দিন বলেন, ভ্রাম্যমান আদালত তাদের তিন মাসের কারদন্ড দিয়েছেন। রায়ের পর তাদের কারাগারে প্রেরল করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com