শিক্ষার্থীরা দোকান থেকে পণ্য ক্রয় করে ক্যাশবাক্সে টাকা রেখে যায়
নিতেশ দেব, লাখাই থেকে ॥ লাখাইয়ে অল্প সময়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে স্কুলের সততা স্টোর। দোকানের তাকে তাকে সাজানো রয়েছে নানান জিনিসপত্র। দেয়ালে টাঙ্গানো আছে পণ্যগুলোর দামের তালিকাও। কিন্তু দোকানে নেই কোন বিক্রেতা। তবু সওদাপাতি নিয়ে চুপচাপ কেটে পড়ছেন না কেউই। তালিকায় মূল্য দেখে দামটা ঠিকই রেখে যাচ্ছে ক্যাশবাক্সে। কারণ এ দোকানের নাম ‘সততা স্টোর’। শিক্ষার্থীদের সততা অনুশীলনের সুয়োগ করে দিতে দোকানটি খোলা হয়েছে হবিগঞ্জের লাখাই উপজেলার রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উদ্যোগে সম্প্রতি এ দোকান চালু করা হয়েছে। সৎ মানুষ গড়ার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর করার উদ্যোগ গ্রহণ করা হয়। শিক্ষার্থীরা সততা স্টোরের রেজিস্ট্রার খাতায় নাম, শ্রেণী, রোল নং পণ্যের নাম লিখে পণ্য ক্রয় করেছে। পণ্য ক্রয়ের পর দোকানে রাখা একটি নির্দিষ্ট বাক্সে টাকা রেখে যাচ্ছে। এভাবেই যে যার পণ্য কিনছে। আর এসব জিনিসের মূল্য বাজার থেকে একটু কম। নির্দিষ্ট কিছু নির্দেশনা মেনে এই দোকান থেকে নিজেদের প্রয়োজনীয় যে কোন পণ্য কিনতে পারবে শিক্ষার্থীরা। দোকানের চারপাশে তাকে সাজানো আছে কলম, পেনসিল, খাতা, জ্যামিতি বক্স, রাবার, বিস্কুট, ছানাচুর, চকলেটসহ বিভিন্ন সামগ্রী। কোন শিক্ষার্থী যদি দোকানের কোন পণ্য অতিরিক্ত নেয় বা কেউ টাকা না দেয় তবে তা দেখার কেউ নেই। এ দোকানের মাধ্যমে সততার পরীক্ষায় শিক্ষার্থীরা পাস করতে পারে কি-না তাই দেখা হবে। স্কুল সূত্রে জানা গেছে প্রতিদিন স্কুল চলাকালীন এই দোকান খোলা থাকবে। কেবল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা এ দোকান থেকে পণ্য কিনতে পারবে। প্রায় তিন মাস ধরে এই দোকানটি শিক্ষার্থীদের মাঝে ভালই সাড়া পাচ্ছে।
বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র মহিবুল ইসলাম তালুকদার বলেন, সততা স্টোর চালুর পর থেকে আমাদের অনেক সুযোগ সুবিধা হচ্ছে। এখান থেকে আমরা সততার শিক্ষা আর্জন করতে পারছি।
দশম শ্রেণীর আরেক ছাত্র বিজয় পাল বলেন, সততা চর্চার মাধ্যমে ভবিষ্যৎ জীবন সুন্দরভাবে গঠন করা সম্ভব।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার মো. রেজাউল করিম বলেন, শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও সততা প্রোথিত করার লক্ষ্যে সততা শিক্ষা ও চর্চার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। তবে এ দোকানকে সততার ব্যবহারিক শ্রেণীকক্ষ বলা যেতে পারে বলে তিনি জানান। তিনি আরও জানান, সততা স্টোর সফলভাবে চলছে।