স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিভিন্ন থানার জব্দকৃত মাদক প্রকাশ্যে বিনষ্ট করা হয়েছে। বুধবার বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের উপস্থিতিতে সদর আদালত প্রাঙ্গণে এসব মাদকদ্রব্য বিনষ্ট করা হয়। এর মধ্যে ছিল ৫০ বোতল বিদেশী মদ, ৮০ লিটার দেশীয় মদ ও ১২৬ লিটার মদ তৈরির জাওয়া যার বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা।
সিএসআই সিরাজ উদ্দিন জানান, পুলিশ কর্তৃক মাদক মামলার বিভিন্ন আলামত এবং মামলা নিষ্পত্তি হবার কারণে কর্তৃপক্ষের নির্দেশে এগুলো বিনষ্ট করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com