এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জ জেলার ৩টি উপজেলার ৪টি ইউনিয়নের ৪টি ওয়ার্ডের মেম্বার পদে উপনির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে বানিয়াচং উপজেলার ৪নং ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল বুধবার কেন্দ্রগুলোতে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জামগুলো পৌছানো হয়েছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে প্রিসাইডিং অফিসার, সহকারি প্রিসাইডিং অফিসার, ১০ জন পুলিশ ও ১৪ জন আনসার ভিডিপি দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার রাতে প্রার্থীদের প্রচারণা শেষ হওয়ায় গতকাল প্রার্থীরা তাদের এজেন্ট নিয়োগ করেছেন।
ওয়ার্ডগুলো হলো- বানিয়াচং উপজেলার দক্ষিণ পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ড, সুবিদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড, লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের সংরক্ষিত ৩নং ওয়ার্ড, আজমিরীগঞ্জের শিবপাশা ইউনিয়নের সংরক্ষিত ১নং ওয়ার্ড।
বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার পদে উপনির্বাচনে ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- সেলিম আহমেদ (তালা), কামাল মির্জা (টিউবওয়েল), এংরাজ মিয়া (ফুটবল) ও শেখ মোঃ এবাদত মিয়া (মোরগ)। বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার পদে উপনির্বাচনে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- মরহুম ময়না মিয়া মেম্বারের ছেলে বাবুল মিয়া (টিউবওয়েল), আজমল মিয়া (মোরগ), জামাল মিয়া (ঘুড়ি), হামদু মিয়া (তালা) ও মহসিন মিয়া (ফুটবল)। উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হারুন মোল্লা জানান, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করা হবে। কোথাও আইন-শৃঙ্খলার অবনতি ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।
আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের সংরক্ষিত ১নং ওয়ার্ড (১, ২, ৩) এর মহিলা মেম্বার পদে উপনির্বাচনে ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- মোছাঃ ফরিদা বেগম (মাইক), মোছাঃ রাশেদা বেগম (বই) ও মোছাঃ সেলিমা বেগম (বক পাখি)। লাখাই’র বুল্লা ইউনিয়নের সংরক্ষিত ৩নং ওয়ার্ড (৭, ৮, ৯) এর উপনির্বাচনে ২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- মোছাঃ জাহানারা বেগম (হেলিকপ্টার) ও মোছাঃ মনোয়ারা খাতুন (মাইক)। ওয়ার্ডগুলোর মেম্বারগণ মারা যাওয়ার কারণে ওই ওয়ার্ডগুলোতে মেম্বার পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
একটি ওয়ার্ডে ভোট গ্রহণ করা হবে ইভিএম পদ্ধতিতে
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com