স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের অপহৃতা কলেজছাত্রীকে অবশেষে মাধবপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী কলেজ ছাত্রকেও আটক করা হয়েছে। বুধবার সকালে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সুন্দরপুর গ্রামের অপহরণকারী কলেজ ছাত্রের আত্মীয়ের বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।
সূত্র জানায়, চুনারুঘাটের বালিয়ারী গ্রামের বাসিন্দা, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রীকে একই গ্রামের নুর মিয়ার পুত্র শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের ২য় বর্ষের ছাত্র তারেক মিয়া গত ১৭ জুলাই অপহরণ করে। মেয়েটির পিতা চুনারুঘাট থানায় অপহরণ মামলা দায়ের করলে তারেকের মা মনোয়ারা আক্তার ও চাচা শাওন আহমেদ এবং এক বন্ধুকে আটক করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী মেয়েটিকে উদ্ধার করা হয়। তবে অপর একটি সূত্র জানায়, প্রেমের টানে তারা পালিয়ে গিয়েছিল।
ওসি জানান, বুধবার বিকেলে মেয়েটির ডাক্তারী পরিক্ষা শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতে অপহৃতার জবানবন্দী রেখে তার পিতার জিম্মায় মুক্তি দেয়া হয় এবং তারেককে কারাগারে প্রেরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com