স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের মির্জাপুর গ্রাম থেকে আটক প্রেমিকযুগলের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাদের জামিন নামঞ্জুর করেন। তারা হলো হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজার এলাকার কাপড় ব্যবসায়ী শাহজাহান খানের কন্যা হবিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী মনোয়ারা আক্তার মুন্নি (১৫) ও মির্জাপুর গ্রামের মৃত আনোয়ার উদ্দিনের পুত্র সায়োয়ার হোসেন সাজু (২৮)। গত রবিবার রাতে তাদের আটক করে পরদিন তাদের আদালতে প্রেরণ করা হয়। পরে প্রেমিককে ছেড়ে মুন্নি পিতার জিম্মায় যেতে না চাইলে বিচারক তাদেরকে কারাগারে প্রেরণ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com