নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি-নবীগঞ্জ সিএনজি অটোরিকশা শ্রমিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল ২৬ জুলাই আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। প্রায় ৪শ’ রেজিস্ট্র্রেশনকৃত শ্রমিক ভোটের মাধ্যমে তাদের নেতৃত্ব বাছাই করবেন। নবীগঞ্জ উপজেলার বৃহৎ এই শ্রমিক সংগঠন গঠনের প্রায় ২৮ বছর পর প্রথমবারের মতো সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে উপজেলার সর্বত্র জমজমাট প্রচারণা চলছে। পোস্টার, লিফলেট ব্যানারে ছেয়ে গেছে এলাকার দোকানপাট, হাট বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান। ১২টি পদে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিটি পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে। নির্বাচন উপলক্ষে গঠিত ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। যে সকল পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মধ্যে সভাপতি পদে ৩ জন সাবেক সভাপতি খালেদ আহমদ জজ (আনারস), দিলশাদ আহমদ (চেয়ার) ও কাজল মিয়া (ছাতা); সহ-সভাপতি পদে মোঃ ময়নুদ্দিন (দোয়াত কলম), মোঃ পাপ্পু মিয়া (মাছ) ও মোঃ লালিছ মিয়া (চাকা); সাধারণ সম্পাদক পদে রোমান আহমদ (মোরগ), মোঃ মাইদুল ইসলাম (ফুটবল) ও মোঃ লিয়াকত খান (হরিণ); যুগ্ম সম্পাদক পদে আব্দুল আহাদ রাজু (প্রজাপতি) ও মোঃ শাহজাহান মিয়া (হাত পাখা); সাংগঠনিক সম্পাদক পদে জুবেল মিয়া (কবুতর), মহসিন মিয়া (মোটর সাইকেল) ও মুশাহিদ আলী (হাঁস); কোষাধ্যক্ষ পদে মোঃ ফরিদ মিয়া (মোমবাতি) ও মোঃ আল আমিন (কলস); সদস্য পদে নাসির উদ্দিন (তালা), সোহেল আহমদ (ঘোড়া), ফখরুল আমিন (গোলাপ ফুল), ফয়সল আহমদ (ডাব), রোহেল আহমদ (তালগাছ)। এছাড়া দপ্তর সম্পাদক পদে মোঃ আব্দুল হালিম ও প্রচার সম্পাদক পদে রোমান মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে নির্বাচন কমিশনার এম.এ আহমদ আজাদ বলেন, আমরা সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। প্রশাসন, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নির্বাচন পর্যবেক্ষণের জন্য দাওয়াত করা হয়েছে। ভোট গ্রহণের দিন নিরাপত্তার জন্য অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন থাকবে। এছাড়াও গ্রাম পুলিশসহ আমাদের বিশেষ স্বেচ্ছাসেবক টিম নিরাপত্তার দায়িত্বে কাজ করবে।
পোস্টার লিফলেট ও ব্যানারে ছেয়ে গেছে সর্বত্র ॥ নিরাপত্তায় থাকবে দাঙ্গা পুলিশসহ বিশেষ বাহিনী
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com