মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ বাহুবলে ইব্রাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসা ছাত্র গত ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। তার সন্ধান চেয়ে মঙ্গলবার বাহুবল মডেল থানায় জিডি করেন নিখোঁজ ইব্রাহিমের মা ফাহিমা বেগম। ইব্রাহিম উপজেলার সাতকাপন ইউনিয়নের মহিষদুলং গ্রামের আব্দুল হান্নানের পুত্র ও পুটিজুরী ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।
জিডি সূত্রে জানা যায়, ইব্রাহিম মিয়া গত ১৯ জুলাই বিকেল ৫টায় উপজেলার ডুবাঐ বাজারে বাজার করতে গিয়ে আর বাড়ি ফিরেনি। পরে নিখোঁজের পরিবারের লোকজন আশপাশের এলাকা, বাজারসহ আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুজি করেও তার সন্ধান পাননি। পরে নিরুপায় হয়ে নিখোঁজ ইব্রাহিমের মা থানায় জিডি করেন (নং ১০৭২)।
ইব্রাহিমের মা ফাহিমা বেগম বলেন, ইব্রাহিমের পরনে ছিল বাদামি রংয়ের পাঞ্জাবী। তার উচ্চতা অনুমান ৪ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা ও মুখমন্ডল গোলাকার। কোন সুহৃদয়বান ব্যক্তি ইব্রাহিমের সন্ধান পেলে অনুগ্রহ পূর্বক ০১৭৪৫৯০৫০৪৪ নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন ফাহিমা বেগম।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com