স্টাফ রিপোর্টার ॥ গতকাল বুধবার বিকেলে শপথ নিয়েছেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজিউর রহমান ইমরান। শপথবাক্য পাঠ করান সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ। পরে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজিউর রহমান ইমরানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও তৃণমূল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শপথগ্রহণের পূর্বে হযরত শাহজালাল (রঃ) এর মাজার জিয়ারত করেন মোহাম্মদ গাজিউর রহমান ইমরান।
গত ১৮ জুন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মাইক প্রতিক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হন মোহাম্মদ গাজিউর রহমান ইমরান। ১১ জুলাই বৃহস্পতিবার বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল ও মহিলা ভাইস চেয়ারম্যান কন্ঠশিল্পী মুক্তা আক্তার সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে শপথ গ্রহণ করেন। ১১ জুলাই সরকারি কর্মসুচিতে যোগদানের জন্য মালয়েশিয়া যাওয়ায় ইমরান শপথ গ্রহণ করতে পারেননি। গতকাল তার শপথ গ্রহণের মধ্য দিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের সকলেরই শপথ গ্রহণ সম্পন্ন হলো।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com