স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নের কাদিরপুর গ্রামের বাসিন্দা এলাকার বিশিষ্ট মুরুব্বী পূর্ণ চন্দ্র দেবনাথ গত ১৮ জুলাই বিকেলে সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে পরলোকগমন করেছেন। প্রয়ানকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। প্রয়ানকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, ৫ কন্যা, নাতী, নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ওইদিন রাতে প্রয়াতের দাহ বদলপুর স্কুলের পাশের শ্মশানে সম্পন্ন করা হয়। পারিবারিক, সামাজিক জীবনে শিক্ষানুরাগী ও বৈচিত্র্যময়, বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন পূর্ণ চন্দ্র দেবনাথ। তিনি সমাজ হিতৈষী এবং মানবিক গুণের অধিকারী ব্যক্তি হিসেবে সকলের কাছে সুপরিচিত ছিলেন। তিনি সমগ্র জীবনে অনেক সাহিত্য ও শাস্ত্রীয় বইয়ের অধ্যয়নের মাধ্যমে এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে একজন পন্ডিত লোক হিসেবে সর্বজন স্বীকৃত। তার এই মহাপ্রয়াণে আমরা আত্মীয়-স্বজন এবং পরিচিত মহল সকলের নিকট তার আত্মার শান্তির জন্য পরম করুণাময় সৃষ্টিকর্তার প্রার্থনা কামনা করছি। আগামী রবিবার ২৮ জুলাই প্রয়াতের শ্রাদ্ধ অনুষ্ঠান নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com