সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ হবিগঞ্জের কৃতি সন্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব তোফায়েল ইসলাম নেহাল জনপ্রশাসন এওয়ার্ডে ভূষিত হয়েছে। গত ২৩ জুলাই মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ একটি অনুষ্ঠানে তাঁর হাতে জনপ্রশাসন এওয়ার্ড ২০১৯ তুলে দেন। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে এই এওয়ার্ডে ভূষিত করা হয়।
লাখাই উপজেলার ৩নং মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামের বাসিন্দা আলহাজ্ব সফিকুল ইসলাম জজ মিয়ার সুযোগ্য সন্তান তোফায়েল ইসলাম নেহাল ২০১৬ সাল থেকে চলতি বছরের ২৭ জুন পর্যন্ত মোলভীবাজারে জেলা প্রশাসক হিসেবে সততা, নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি পারিবারিক জীবনে ৫ ভাই ও এক বোনের মধ্যে সবার বড় এবং ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক। তার আদর্শ ও সততা বুকে ধারণ করে অন্য ভাইয়েরাও উচ্চ শিক্ষায় শিক্ষিত এবং প্রতিষ্ঠিত। তাঁর ভাইদের মধ্যে একজন তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও লাখাই উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com