হবিগঞ্জ রেড ক্রিসেন্টের উদ্যোগে নবীগঞ্জ উপজেলার ৩নং ও ৪নং ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। এতে উপস্থিত ছিলেন ইউনিটের ভাইস চেয়ারম্যান শফিকুল বারী আউয়াল, সেক্রেটারী আতাউর রহমান সেলিম, কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিজানুর রহমান শামীম, অ্যাডভোকেট শিবলী খায়ের, সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, শফিকুজ্জামান হিরাজ, ইউনিটের সহকারী পরিচালক খন্দকার শফিউল আলম, সাবেক যুব প্রধান পংকজ কান্তি দাস, বর্তমান যুব প্রধান আশীষ কুমার কুরি। বৃহস্পতিবার রাত ৯টায় রেড ক্রিসেন্ট কার্যালয়ে অনুষ্ঠিত সভায় রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের চেয়ারম্যান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সকল বিত্তবান মানুষের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com