সুমন আহমেদ বিজয়/নিতেশ দেব, লাখাই থেকে ॥ হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা বাজারে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বুল্লা বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, বাজারে বুল্লা মৌজার সরকারি জায়গায় অবৈধভাবে দোকানপাট করে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় অর্ধশত দোকান উচ্ছেদ করা হয়েছে। সহকারি কমিশনার ভূমি মাসুদ রানা জানান, লাখাই উপজেলার সকল স্থান থেকে পর্যায়ক্রমে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
বুল্লা বাজারে এক ব্যবসায়ী জানান, এ ধরনের অবৈধ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকলে বাজারে সুন্দর পরিবেশে ব্যবসা করা যাবে। এ ধরনের অভিযানকে স্থানীয় ব্যাবসায়ীরা স্বাগত জানিয়েছেন। অবৈধ অভিযান উচ্ছেদকালে সহায়তা করেন লাখাই থানার এসআই মোবারকের নেতৃত্বে একদল পুলিশ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com