রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতাসহ পেনশনের দাবি মেনে না নিলে সচিবালয় ঘেরাও সহ আমরণ অনশনে যাবেন দেশের পৌরকর্মকর্তা-কর্মচারিগণ
রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে হবিগঞ্জ পৌরসভাসহ দেশের ৩২৮টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারিরা ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। অবস্থান কর্মসূচির পাশাপাশি আন্দোলনের অংশ হিসেবে সারাদেশে পৌরসভার সেবা বন্ধ রাখা হয়েছে। পৌরসভার নাগরিকসেবা বন্ধ থাকার কারণে বিপাকে পড়েছেন সাধারণ নাগরিকগণ। বিশেষ করে জাতীয়তা সনদ, জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স, টিকাদান কর্মকান্ড, ওয়ারিশান সনদ, পরিচ্ছন্নতা, সড়ক বাতি ইত্যাদি সেবার ক্ষেত্রে মারত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি আব্দুল আলীম মোল্লা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশের ৩২৮টি পৌরসভার মধ্যে ৮০ শতাংশ পৌরসভার বেতন-ভাতা ৪ হতে ৭৮ মাস পর্যন্ত বকেয়া রয়েছে। অতিশীঘ্র রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন-ভাতাসহ পেনশনের দাবি মেনে না নিলে সচিবালয় ঘেরাও সহ আমরণ অনশনে যাবেন সারাদেশের পৌর কর্মকর্তা-কর্মচারিগণ। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অবস্থান কর্মসূচি চলাকালে ৯৪ জন কর্মকর্তা-কর্মচারি অসুস্থ এবং একজন কর্মকর্তার মৃত্যু ঘটেছে। যতক্ষন পর্যন্ত দাবি মানা না হবে ততক্ষন পর্যন্ত এ আন্দোলন চলবে। জাতীয় প্রেসক্লাবের সামনে স্থাপিত পৌরমঞ্চে ইতোমধ্যে মেয়রগণসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ পৌরকর্মকর্তা-কর্মচারিদের দাবির প্রতি একাত্মতা পোষন করায় তাদের প্রতি বিজ্ঞপ্তিতে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com