হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে বাদ জুমআ হবিগঞ্জ শহরের আমাদ কমিউনিটি সেন্টারে মিলাদ মাহফিল ও কোরআন খানির আয়োজন করা হয়েছে। আজিজুর রহমান ২০১৮ সালের ১৯ জুলাই ৮৩ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।
আজিজুর রহমান ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। মুক্তিযুদ্ধের সময় তিনি সর্বদলীয় সংগ্রাম পরিষদের সদস্য ছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি অরবিট্রেশন কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালের শেষের দিকে তিনি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে দুই টার্ম নির্বাচিত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com