নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের অর্থ সম্পাদক সদা হাস্যোজ্জল নবীগঞ্জ বাজারের চাঁদসী ক্ষত চিকিৎসালয়ের সত্ত্বাধিকারি বিশিষ্ট চিকিৎসক ডাঃ মিহির লাল সরকার (৬২) বৃহস্পতিবার ভোরবেলা হৃদক্রিয়া বন্ধ হয়ে মধ্যবাজারস্থ বাসভবনে পরলোকগমন করেছেন। তার শেষকৃত্যানুষ্ঠান ওইদিনই বিকাল ৩টায় জয়নগরস্থ নবীগঞ্জ পৌর শ্মশানঘাটে সম্পন্ন হয়। ডাঃ মিহির লাল সরকারের আকস্মিক মৃত্যুর খবর শোনে পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রিজভী আহমদ খালেদ, উপজেলা রামকৃষ্ণ সংঘের অর্থ সম্পাদক প্রমথ চক্রবর্ত্তী বেনু, উপজেলা সৎসঙ্গের সভাপতি ডাঃ মৃনাল কান্তি দাশ বাদল, সাধারণ সম্পাদক ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, ইসকনের সাধারণ সম্পাদক যুবরাজ গোপসহ নবীগঞ্জের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তাকে শেষবারের মত দেখার জন্য বাসায় ও শ্মশানঘাটে ভিড় জমান। ডাঃ মিহির লাল সরকারের আকস্মিক মৃত্যুতে নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। প্রয়াত ডাঃ মিহির লাল সরকারের ভাই বাংলাদেশ হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনিশংকর সরকার সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com