স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে মহিলাদের আন্তর্জাতিক সেবামূলক সংগঠন ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ এর ২০১৯-২০ মেয়াদের নয়া কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নয়া কমিটির নেতৃবৃন্দ হলেন- প্রেসিডেন্ট কুমকুম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট-১ রায়হানা আক্তার, ভাইস প্রেসিডেন্ট-২ শর্বানী দত্ত, আইপিপি ও চার্টার প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনি, সেক্রেটারি মাহফুজা আক্তার ডলি, ট্রেজারার সানজিদা মুহীব প্রীতি, আইএসও জুবিলী আক্তার ও ক্লাব করেসপন্ডেন্ট দেলোয়ারা চৌধুরী। গত ১৬ জুলাই আইপিপি তাহমিনা বেগম গিনি নয়া প্রেসিডেন্ট কুমকুম চৌধুরীর গলায় প্রেসিডেন্ট কলার পরিয়ে দেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com