অন্বেশা দে শ্রেয়া শহরের চাইল্ড হেভেন কেজি স্কুলের ২য় শ্রেণির শিক্ষার্থী। স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ শেখার পাশাপাশি তার চিত্রাংকনের হাতেখড়ি। শুরু থেকেই সে বিশিষ্ট চিত্র প্রশিক্ষক তরুণ রায়ের কাছে চিত্রাংকনের তালিম নিচ্ছে। যোগ্য ওস্তাদের দিক নির্দেশনায় সে চিত্রাংকনে আরও দক্ষ হয়ে উঠে। ইতোমধ্যে সে প্রায় অর্ধশতাধিক প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিভার স্বাক্ষর রাখে। যার মধ্যে ২০১৯ সালে জাগ্রত পূজা কমিটি হবিগঞ্জ, বাংলাদেশ শিল্পকলা একাডেমী হবিগঞ্জ আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২০, অর্গ্যানিজেশন্ ফর দ্যা রেকগনিজেশন্ অফ্ বাংলা এ্যাজ এ্যান অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ্ দ্যা ইউনাইটেড নেশন্স হবিগঞ্জ, চারু নিকেতন হবিগঞ্জ, ইসকনের জাগ্রত ছাত্র সমাজ, শ্রীকৃষ্ণ মহিমা প্রচার সংঘ, রামকৃষ্ণ মিশন সেবা সমিতি, সৎসঙ্গ বাংলাদেশ উল্লেখযোগ্য। তার প্রিয় খাবার রোস্ট-পোলাও। প্রিয় ফল আপেল, প্রিয় ফুল গোলাপ আর প্রিয় রঙ লাল। আনন্দ উৎসবে সে লং ড্রেস পড়তে স্বাচ্ছন্দবোধ করে। অন্বেশার পিতা হারাধন দে একজন চাকুরিজীবী আর মা পপি দাশ একজন স্বনামধন্য শিক্ষক। অন্বেশা লেখাপড়া শেষে বড় হয়ে ডাক্তার হতে চায়। তার বিশ্বাস ডাক্তার হলে গরীবের সেবা করা যায়। এজন্য সে সকলের আশীর্বাদ ও দোয়া কামনা করেছে। অন্বেশার স্বপ্ন সফল ও সার্থক হোক দৈনিক হবিগঞ্জের মুখ পরিবারের পক্ষ থেকে এ শুভ কামনা রইল।
-মঈন উদ্দিন আহমেদ
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com