স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের হাতিরথান গ্রামে কমিউনিটি ক্লিনিকের পরিদর্শকের দুর্নীতির খবরের প্রতিবাদে গ্রামবাসীর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। তাদের দাবি, দৈনিক সমাচার পত্রিকার ১ম পাতায় ‘ডেমেশ্বর কমিউনিটি ক্লিনিকের পরিদর্শক আব্দুর রশিদের দুর্নীতিতে অতিষ্ঠ সেবা প্রত্যাশীরা’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে গ্রামবাসী মিলিত হয়ে সভা করেন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় হাতিরথান গ্রামে ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা ওই সাজানো সংবাদের তীব্র নিন্দা জানিয়ে বলেন, গত ২৭ জানুয়ারি হাতিরথান গ্রামের আব্দুল আলীর ছেলে মোহাম্মদ শাহ আলম ক্লিনিকের পরিদর্শকের দুর্নীতির বিরুদ্ধে হবিগঞ্জ সিভিল সার্জনের কাছে একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু ওই অভিযোগটি ছিল সম্পূর্ণ জালিয়াতি। প্রকৃতপক্ষে শাহ আলম কোন অভিযোগ দায়ের করেননি। শাহ আলমের নাম ভাঙিয়ে অভিযোগ দায়ের করেছেন হাবিবুর রহমানের ছেলে তারেক হাবিব। তারপর সে শাহ আলমের নামের সেই অভিযোগ দেখিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ করিয়েছে। পরে সিভিল সার্জন অফিসে গিয়ে খোঁজ করলে জানা যায় অভিযোগটি শাহআলম নয়, করেছে তারেক হাবিব। সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহআলম নিজেও। তিনি বলেন, আমি সিভিল সার্জনের কাছে কোন অভিযোগ দেইনি। এই অভিযোগের ব্যাপারেও কিছ্ইু জানি না। তারেক হাবিব আমার ফেসবুক আইডিও হ্যাক করেছে।
সভায় গ্রামবাসীর পক্ষে তারেক হাবিবের পিতা হাবিবুর রহমানকে বলা হয়, আগামী রবিবার অনুষ্ঠিত সভায় তারেক হাবিবকে উপস্থিত রাখতে বলা হয়।
হাতিরথান গ্রামের বিশিষ্ট মুরুব্বি রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, লস্করপুর ইউপি সদস্য ফুল মিয়া, সাবেক ইউপি সদস্য আইয়ুব আলী, আজগর আলী, বিশিষ্ট মুরুব্বি মন্নর আলী, নাসির আহমেদ, জালাল মিয়া, আয়াত আলী, রঙ্গিলা মিয়া, সাহেদ আলী, আঃ আহাদ, আক্কাস আলীসহ অনেকে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com