স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে জাল পর্চা তৈরীর অপরাধে মোহরারসহ ২ জনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে বানিয়াচঙ্গ উপজেলা নির্বাহী অফিসার এ জরিমানা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচঙ্গ সাবরেজিস্ট্রি অফিসের মোহরার বানিয়াচঙ্গ উপজেলার মন্দরী গ্রামের সিদ্দিক উল্লার পুত্র সেলিম মিয়া (৪০) জমি বিক্রি করতে স্থানীয় বড়বাজারস্থ কম্পিউটারের দোকানে পাইকপাড়া গ্রামের শেখ ফিরোজ আলীর পুত্র শেখ কামরুল হাসান (২৬) এর মাধ্যমে জাল পর্চা তৈরী করে। পরর্তীতে ওই জাল পর্চা নিয়ে জমি রেজিস্ট্রি করতে বানিয়াচঙ্গ সাবরেজিস্ট্র্রি অফিসে গেলে সাবরেজিস্ট্রার শংকর কুমার ধর তাকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন খন্দকার মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের উভয়কে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদন্ড করেন।
এ ব্যাপারে বানিয়াচঙ্গ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার বলেন, জালিয়াতির বিষয়টি প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারায় ২ জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।