স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে রাজা মিয়া (৪০) নামের এক সাপুড়ে মারা গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনাটি ঘটে। সে খুলনা জেলার মংলা বন্দরের মৃত হোসেন মিয়ার পুত্র। সে দীর্ঘদিন ধরে নতুন ব্রীজ, শায়েস্তাগঞ্জ রেলস্টেশন, চুনারুঘাটসহ বিভিন্ন স্থানে সাপ ধরে এবং কবিরাজী করে জীবিকা নির্বাহ করে আসছে। গতকাল ওই সময় নতুন ব্রীজ এলাকার একটি ঝোপে বিষধর সাপ ধরতে গেলে সে জ্ঞান হারায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com