মোহাম্মদ শাহ্ আলম ॥ সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার সংলগ্ন এলাকায় হবিগঞ্জের বিরতিহীন বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে শাফিয়া খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল প্রায় সাড়ে ৮টায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় শাফিয়া খাতুনের দেবর নুর হোসেন খান (৩৫) ও সিএনজি চালক শাহিন আহমদ আহত হয়েছেন। নিহত শাফিয়া খাতুন দক্ষিণ সুরমার দক্ষিণ বলদি গ্রামের মাখন হোসেন খানের স্ত্রী।
গতকাল সকালে সিলেট থেকে হবিগঞ্জগামী একটি বিরতিহীন বাস দক্ষিণ সুরমার তেলিবাজার সংলগ্ন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এ সময় সিএনজিতে থাকা শাফিয়া খাতুন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা হবিগঞ্জগামী বিরতিহীন বাসটি আটকে রেখে প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। পরে দক্ষিণ সুরমা থানা পুলিশের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হলে সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। দুর্ঘটনার পর চালক কৌশলে পালিয়ে গেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com