স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সমস্যা দূরীকরণের লক্ষ্যে সাংবাদিকদের সাথে বানিয়াচঙ্গ উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার বেলা ১টায় বানিয়াচং উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী বলেন, সাংবাদিকগণ হচ্ছেন সমাজের বিবেক। সাংবাদিকদেরকে পাশ কাটিয়ে জনপ্রতিনিধি ও প্রশাসন কোন ভাল কাজ করতে পারেনা। যত ভাল কাজ আছে তা সাংবাদিকদেরকে সাথে নিয়েই করতে হবে। সাংবাদিক ও জনপ্রতিনিধির সম্পর্ক হতে হবে বন্ধুর মতো। আমাদের ভাল কাজের জন্য চাই সাংবাদিকদের উৎসাহমূলক প্রেরণা। অন্যদিকে খারাপ কাজের জন্য হোক গঠনমূলক লেখা। তিনি সাংবাদিকদের সকল প্রকার সহযোগিত করার আশ^াস দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
প্রেসক্লাব সভাপতি এস এম খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান কাজলের পরিচালনায় বক্তব্য রাখেন কলামিস্ট ও প্রেসক্লাবের উপদেষ্টা ক্বাজী মুফতি আতাউর রহমান, অল ইউরোপ বাংলা প্রেসক্লাবের ক্রিড়া সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব, সাংবাদিক মোতাব্বির হোসেন, মোশাহেদ মিয়া, ফরহাদ হোসেন সুমন, মখলিছুর রহমান বাচ্চু, আনোয়ার হোসেন, জামাল উদ্দিন, ইয়াছিন আরাফাত মিল্টন, শেখ জোবায়ের জসিম, এস এম জহিরুল ইসলাম, দেওয়ান সাইফুর রাজা সুমন, এমদাদুল হক, উমর ফারুক শাবুল প্রমূখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা জহির উদ্দিন, মাইনুদ্দীন মাস্টার, জসিম উদ্দিন, সাইম হাসান পুলক।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com