বাহুবল প্রতিনিধি ॥ সিলেট বিভাগের ঐতিহ্যবাহী বাহুবল উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ দিন ব্যাপী একুশে বই মেলা আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনার প্রেক্ষিতে ব্যাপক কর্মসূচি নেয়া হয়েছে। সভায় উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) খৃস্টফার হিমেল রিচিল সহ সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সরকার দলীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবারের বই মেলা ১৯তম বই মেলা। বাহুবলের বই মেলা সিলেট বিভাগে ঐতিহ্য বহন করে আসছে।
প্রসঙ্গত, দীর্ঘ ১৮ বছর আগে বাহুবলের তৎকালীন ইউএনও, বর্তমান কৃষি মন্ত্রণালয়ের সচিব নাসিরুজ্জামান এ মেলা শুরু করে ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com