স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান (২৭) নামে এক যুবক মারা গেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১টায় এ দুর্ঘটনা ঘটে। হাবিবুর রহমান মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের পুরাইকলা গ্রামের বিলাল মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান ঢাকায় থেকে জীবিকা নির্বাহ করছে। বুধবার সে বাড়িতে আসে। গতকাল দুপুরে বাড়িতে একটি বৈদ্যুতিক পাখা মেরামত করার সময় অসাবধানতাবশত সে বিদ্যুতস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। তার মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানান, হাবিবুর রহমান ২ সন্তানের জনক। তার প্রায় দেড় বছর এবং ২৫/৩০ দিন বয়সী শিশু সন্তান রয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com