স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের জামিয়া নূরিয়া ইসলামনগর মাদ্রাসার বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, হবিগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি আলহাজ¦ হুমায়ূন কবির রেজা, হবিগঞ্জ পৌসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জুনায়েদ আহমেদ, আলহাজ¦ মঞ্জিল মিয়া, আজিজুর রহমান কাউছার, ফয়সল মিয়া, এনামুল হক এনাম, লুৎফুর রহমান সেকুল, মামুন আহমেদ প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার নায়েবে মোহতামি হযরত মাওলানা মুফতী ফায়যুল করীম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পৌর মেয়র মিজানুর রহমান মিজান বলেন- পৌরবাসীর ভালবাসা পেয়েই আমি মেয়র নির্বাচিত হয়েছি। এজন্য হবিগঞ্জ পৌরবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। তিনি বলেন- পৌরসভার ভিতরে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেগুলোর উন্নয়নে আমি আন্তরিকভাবে কাজ করবো। প্রত্যেকের ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com