জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরে বিভিন্ন বাসাবাড়িতে চুরির সাথে জড়িত থাকার অভিযোগে তানভীর আহমেদ (২০) নামে এক যুবককে শহরের উত্তর শ্যামলী এলাকা থেকে আটক করেছে পুলিশ। সে ওই এলাকার মনতাজ মিয়ার পুত্র। গত সোমবার দিবাগত গভীর রাতে সদর থানার ওসি মোঃ মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। মঙ্গলবার দিনভর পুলিশের জিজ্ঞাসাবাদে শহরে বিভিন্ন চুরি ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে তানভীর।
পুলিশ জানায়, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ লুৎফুর রহমান তালুকদারের বাসা সম্প্রতি চুরি হয়। এরপর পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে তানভীরসহ তার সহযোগী চারজনকে আটক করে। ইতিমধ্যে সিরাজ, রিয়াজ ও লিটন কারাগারে রয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com