স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের কাঁঠালতলী এলাকায় পিকআপ ভ্যানের চাপায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত নায়েক আওয়ামী লীগ নেতা সালেহ আহমেদ জমির (৬৫) নিহত হয়েছেন। রবিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালেহ আহমদ নুরপুর গ্রামের মৃত রোশন আলীর ছেলে। তিনি নুরপুর ইউনিয়ন আওয়ামী লীগ ২নং ওয়ার্ড শাখার সহ-সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, সালেহ আহমদ বাড়ির পাশে মহাসড়কের ফুটপাতে দাঁড়ানো ছিলেন। এ সময় সিলেটগামী একটি পিকআপ ভ্যান পেছন দিক থেকে তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাবার পথে তিনি মারা যান। মুহূর্তের মধ্যে এ খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী মহাসড়ক অবরোধ করে রাখে। সড়কের দুইপাশে আটকা পড়ে শত শত যানবাহন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পিকআপের চালককে আটক করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com