স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সংলগ্ন নিউফিল্ডে বিভিন্ন মামলার জব্দকৃত বিপুল পরিমাণ মাদক আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। রবিবার বিকাল ৪টায় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামাল, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহিনুর আক্তার ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধানের উপস্থিতিতে এ সকল মাদকদ্রব্য প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। যার মধ্যে ছিল ২শ’ কেজি গাঁজা ও ২১০ বোতল বিদেশি বিভিন্ন জাতের মদ। এ সময় তাঁদেরকে সহযোগিতা করেন কোর্ট মালখানার ইনচার্জ ও সিএসআই সিরাজ উদ্দিন ও পুলিশ সদস্য আবুল খায়ের। সিরাজ উদ্দিন জানান, মামলা নিষ্পত্তি হওয়ায় বিভিন্ন থানার জব্দকৃত আলামত কর্তৃপক্ষের নির্দেশে ধ্বংস করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com