চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে শাহ আলম (৩২) নামে এক ডাকাতকে গ্রেফতার পুলিশ। গত সোমবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত শাহ আলম শায়েস্তাগঞ্জ উপজেলার জগতপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
ওইদিন রাতে ডাকাত নির্মূলের লক্ষে প্রতিদিনের অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এসএম রাজু আহমেদের নেতৃত্বে চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক ও এসআই শেখ আজহারুল ইসলাম সহ একদল পুলিশ দেউন্দি-শানখলা সড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশী করেন। এক পর্যায়ে ডাকাত শাহ আলম ডাকাতির লক্ষে পুলিশের উপর হামলা চালানোর চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেফতার করে। গত সোমবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com