স্টাফ রিপোর্টার ॥ ‘বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূলশক্তি’ এই স্লোগান নিয়ে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ২৫ জুন থেকে ২৭ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয় জাতীয় বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা। এতে প্রতিটি বিভাগ থেকে ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারী ৩টি স্কুল করে মোট ২৪টি স্কুল জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে। ৫টি রাউন্ডে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুল থেকে ৩ সদস্যের একটি দল অংশগ্রহন করে জাতীয় পর্যায়ে বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করে। অংশগ্রহনকারী শিক্ষার্থীরা হলেন দশম শ্রেণির ইশতিয়াক আহমদ আনান, তারেক জামিল আদনান ও হালিমা জাহান তাম্মী। পরে সাফল্য অর্জনকারী প্রতিযোগীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রি স্থপতি ইয়াসেফ উসমান পুরস্কার প্রদান করেন। পুরস্কারের মধ্যে রয়েছে ২৫ হাজার টাকার প্রাইজবন্ড, সার্টিফিকেট ও ক্রেস্ট এবং তাদের জন্য রয়েছে সরকারি খরচে বিদেশ ভ্রমণের সুযোগ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com