
নুর উদ্দিন সুমন ॥ চুনারুঘাটে ২৪ কেজি গাঁজাসহ হরমুজ আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ২টায় চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হকের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার চান্দপুর চা বাগানের বেগমখাঁন এলাকায় পাচারকালে ২৪ কেজি গাঁজাসহ হরমুজ আলীকে আটক করে। হরমুজ আলী পৌরসভার চন্দনা গ্রামের আঃ হকের পুত্র।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক জানান, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহর নির্দেশে মাদক নির্মূলের লক্ষে চুনারুঘাট থানায় একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। জাতির জন্য হুমকি যেকোনো মাদক ও চোরাকারবারি রোধে তারা বদ্ধ পরিকর। ইতিমধ্যে তারা অভিযানের মাধ্যমে অনেক মাদকের চালান ও চোরাকারবারিদের গ্রেফতার করেছেন।
উল্লেখ্য, চুনারুঘাট থানায় যোগদানের পরই ওসি শেখ নাজমুল হক চুনারুঘাটে মাদক বন্ধ করতে চ্যালেঞ্জ গ্রহণ করেন। এর ধারাবাহিকতায় তিনি একের পর এক মাদকের বড় বড় চালান আটক করে চলেছেন। শুধু তাই নয় এদের গডফাদারদেরও গ্রেফতার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। অল্পসময়ের মধ্যেই গডফাদারদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।