স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে বিয়ের প্রলোভন দিয়ে যুবতীর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছে এক ফার্নিচার ব্যবসায়ী। অবশেষে বিয়ের স্বীকৃতি না দেয়ায় ওই যুবতী হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়েছে। বাহুবল উপজেলার দিঘিরপাড় গ্রামের জহুর আলীর অষ্টাদশী কন্যা লাভলী আক্তারের ফেসবুকের মাধ্যমে গত ২ বছর আগে পরিচয় হয় কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামের ওসমান মিয়ার পুত্র ফার্নিচার ব্যবসায়ী সুলেমান মিয়ার (৩০)। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে সুলেমান লাভলী আক্তারকে সাতগাঁও একটি মাজারে খাদেমকে সাক্ষী রেখে ফুলের মালা গলায় দিয়ে স্ত্রী হিসেবে বরণ করে। এরপর থেকে তাদের মধ্যে ক্রমাগতভাবে শারীরিক সম্পর্ক চলে। সম্প্রতি সুলেমানের অন্যত্র বিয়ে ঠিক হয়েছে বলে জানতে পারে লাভলী। এতে সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে এবং সোলেমানের বাড়িতে গিয়ে সে বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে সুলেমান লাভলীকে বিয়ে করবে না বলে গালমন্দ করে তাড়িয়ে দেয়। গত শনিবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ অবস্থায় লাভলী হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়। সে আরও জানায় মেডিকেল রিপোর্ট পাবার পর সুলেমানের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com