স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের গাইনি ওয়ার্ডে আবারো নার্সের অবহেলায় নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে প্রসূতি মহিলার অবস্থা সংকটাপন্ন। এ ঘটনা নিয়ে স্বজনদের সাথে নার্স ও আয়াদের বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার রাত ৮টায় এ ঘটনাটি ঘটে।
সূত্র জানায়, হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের হারুন মিয়ার স্ত্রী জুনু আক্তার প্রসূতি ব্যাথা নিয়ে গত মঙ্গলবার সদর আধুনিক হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি হন। এক নার্স কিছু টাকা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করেন এবং নরমাল ডেলিভারির পরামর্শ দেন। বুধবার বিকেলে ইনজেকশন স্যালাইন পুশ করে ব্যাথা তুলেন। এক পর্যায়ে ডেলিভারি করানোর সময় নবজাতকের মৃত্যু হয় এবং জুনু আক্তারের অবস্থা আশংকাজনক হয়ে পড়ে। এ নিয়ে রোগীর স্বজনদের সাথে নার্সের বাকবিতন্ডা হয়। রোগীদের অভিযোগ নার্সদের নিজস্ব কিছু দালাল রয়েছে। রোগীরা এলেই ভয়ভীতি দেখিয়ে কমিশনের ভিত্তিতে দালালদের মাধ্যমে সিজার করানোর জন্য বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে পাঠিয়ে দেন তারা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com