স্টাফ রিপোর্টার ॥ সংযুক্ত আরব আমিরাত শারজাহ্ আওয়ামী লীগের অভিষেক অনুষ্ঠান ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ জুলাই বৃহস্পতিবার রাত ৮টায় শারজাহ্ আল নাব্বা পুরাতন বাইতি হোটেলের রুই হোটেল হলরুমে এ অভিষেক অনুষ্ঠান ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সংযুক্ত আরব আমিরাত শারজাহ্ আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও নজরুল ইসলাম রুহেলের পরিচালনায় অনুষ্ঠিত অভিষেক ও সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন অনুমতি হিসাব সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ডক্টর আব্দুস শহীদ এমপি। এতে প্রধান বক্তা ছিলেন সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দি ল্যাব এইড হাসপাতালের চেয়ারম্যান মশিউর রহমান শামীম, ছাতক গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের সাবেক ভি.পি আওলাদ আলী রেজা, দুবাই আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী শফিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে শারজাহ্ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com