গত বৃহস্পতিবার মাধবপুর শ্যামলী আবাসিক এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে একটি সাহিত্য সংগঠন গঠন করার সিদ্ধান্ত গৃহিত হলে “মাধবপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদ” নামে একটি সাহিত্য সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। কবি, গল্পকার ও প্রাবন্ধিক আখতার উজ্জামান সুমনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাধবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহীন মিয়া। সভায় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার প্রাথমিক সহঃ শিক্ষা কর্মকর্তা কবি রফিকুল নাজিম, নোয়াপাড়া আল হিকমাহ্ বিদ্যানিকেতনের অধ্যক্ষ ও সমসাময়িক বিষয়াবলী নিয়ে চিন্তনশীল লেখক সাদমান জহির, জগদীশপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও সাহিত্যকর্মী মোঃ মোস্তাক আহমেদ, কবি ও গীতিকার জাকির হোসেন এবং কবি ও মননশীল লেখক মোঃ আল মাসুদ লোকমান।
সভায় সর্বসম্মতিক্রমে আখতার উজ্জামান সুমনকে আহবায়ক ও মোঃ শাহীন মিয়াকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com