মঈনুল হাসান রতন
সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত কর্মীকে বলা হয় সাংবাদিক। সাংবদিকের পেশা সাংবাদিকতা। পেশা হিসেবে সাংবাদিক খুবই সম্মানজনক ও ঝুঁকিপূর্ণ একটি পেশা। এই পেশায় সততা ও দায়িত্বশীলতা প্রথম ও প্রধান কথা। অসততা ও দায়িত্বহীনতা এ পেশার জন্য যেমন ক্ষতিকর তেমনি দেশ ও জাতির জন্যেও ক্ষতিকর। বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরা সাংবাদিকদের কাজ। সাংবাদিকেদের এই জাতীয় অপরাধমূলক কাজ থেকে দূরে থাকার জন্য পেশা বিষয়ক জ্ঞানার্জনে গুরুত্ব দিতে চাই। সাংবাদিকদের কাজ হল সংবাদ সংগ্রহ করা। এ সংবাদ জিনিসটি কি? সংবাদ হল ব্যতিক্রম জাতীয় কিছু ঘটে যাওয়া ঘটনা। যা সংবাদকর্মীকে সংগ্রহ করে সংবাদ তৈরি করা। এই সংবাদই আবার সাধারণত চার প্রকারের হয়ে থাকে। অপরাধ বিষয়ক সংবাদ, উন্নয়নমূলক সংবাদ, পরিবেশ বিষয়ক সংবাদ, দূর্ঘটনা বিষয়ক সংবাদ। সাধারণ অর্থে যে বা যিনি সংবাদের সেবা করে থাকেন তিনিই সাংবাদিক বা সংবাদকর্মী। অন্য অর্থে যিনি সংবাদ লিখেন বা তৈরি করেন তিনিই সাংবাদিক। আধুনিক সাংবাদিকতায় পূর্ণাঙ্গ সাংবাদিক হচ্ছেন তিনিই, যিনি রিপোর্টিং, এ্যাডিটিং সহ সাংবাদিকতার সঙ্গে সংশ্লিষ্ট সকল শাখাতেই পারদর্শী। সাংবাদিক কথাটির প্রকৃতপক্ষে ব্যাপক অর্থে এক কথা বলা যায়। কোন সুনির্দিষ্ট সংজ্ঞায় তাকে আবদ্ধ করা সম্ভব নয় বা করা যায় না। তবে আর.ডি. ব্লুমেন ফেল্ড বলেন, যে ব্যক্তি সংবাদ সংগ্রহ এবং তাকে সংবাদ উপযোগী করে তৈরি ও প্রকাশ করে তিনিই সাংবাদিক বা সংবাদকর্মী। টি.এইচ.এস.স্কট সাংবাদিকদের সংজ্ঞা নিরূপন করতে গিয়ে বলেছেন, একটি প্রদেয় লানুযায়ী সাময়িক বিরতিতে লেখার মাধ্যমে যিনি জনমতকে প্রভাবিত করতে চান, তিনি সাংবাদিক। একজন পেশাদার সাংবাদিকের সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে ১৯৪৭ সালে প্রণীত বাংলাদেশ সংবাদপত্র আইনে বলা হচ্ছে, পেশাদার সাংবাদিক হচ্ছে একজন সার্বক্ষনিক সাংবাদিক যিনি একটি সংবাদপত্র বা এতদসংক্রান্ত কোন প্রতিষ্ঠানে কর্মরত যার অন্তর্ভূক্ত হচ্ছেন সম্পাদক, ফিচার লিখক, বার্তা সম্পাদক, সহ সম্পাদক, রীডার রাইটার, প্রতিবেদক, সংবাদদাতা, অনুলিপি পরীক্ষক, কার্টুনিস্ট, সংবাদ আলোকচিত্রী ও সম্পাদনা সহকারী।
লেখকঃ সাধারণ সম্পাদক
শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব