এম এ আহমদ আজাদ, নবীগঞ্জ থেকে ॥ খুন, মারামারি, চুরি, ঘর পুড়ানোসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৬ লন্ডন প্রবাসীকে গ্রেফতার করে দেশে আনতে ইন্টারপোলের আশ্রয় নিতে যাচ্ছে নবীগঞ্জ থানা পুলিশ। গতকাল বুধবার নবীগঞ্জ থানা পুলিশ এ কার্যক্রম শুরু করেছে। সাজাপ্রাপ্ত আসামীদের শিগগিরই দেশে আনা হবে বলে জানিয়েছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
সূত্র জানায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কৈখাইড় গ্রামের মোতাহের মিয়ার ছেলে লন্ডন প্রবাসী দেলওয়ার হোসেন দিপু একটি খুনের মামলায় দীর্ঘ পাঁচ বছর পূর্বে যাবজ্জীবন সাজা হয়। একই ইউনিয়নের সাবাজপুর গ্রামের আবুল কাশেম চৌধুরীর পুত্র লন্ডন প্রবাসী জুনায়েদ মিয়া চৌধুরীর একটি ঘর পুড়ানো মামলায় ৫ বছরের সাজা প্রদান করা হয়। বুরহানপুর গ্রামের আবুল আজিজের পুত্র তফুর মিয়া একটি মারামারির মামলায় দুই বছরের সাজা হয়। কাকুড়া করিমপুর গ্রামের মান উল্লাহ’র পুত্র লন্ডন প্রবাসী রওশন উল্লাহর একটি খুনের মামলায় যাবজীবন কারাদ- হয়। সাবাজপুর গ্রামের সুজাত উল্লাহ’র পুত্র লন্ডন প্রবাসী কমর উদ্দিন এর একটি মারামারি মামলায় দুই বছরের সাজা হয় এবং বক্তারপুর গ্রামের আব্দুর রশীদের পুত্র লন্ডন প্রবাসী হুমায়ুন আহমেদের একটি চুরির মামলায় ২ বছরের সাজা হয়। দীর্ঘ পাঁচ বছর পূর্বে আদালতে এসব আসামীদের বিভিন্ন মেয়াদে সাজা হলে আসামীরা লন্ডনে আত্মগোপন করেন। পুলিশ বার বার এসব আসামীদের বাড়িতে হানা দিলেও দেশে না থাকায় তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বাধ্য হয়ে অবশেষে নবীগঞ্জ থানা পুলিশ এসব সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতারের জন্য লন্ডনে ইন্টারপুলসহ বিভিন্ন আইনি সংস্থার আশ্রয় নিচ্ছে।
এ ব্যাপারে ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রশীদ বলেন, আমার ইউনিয়নের এই সাজাপ্রাপ্ত ছয় লন্ডনীকে গ্রেফতারে আমি প্রশাসনকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছি। অপরাধী যেই হউক তাদেরকে আইনের আওতায় আনতে পুলিশকে সহযোগিতা করবো।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন- খুন, মারামারি, চুরি, ঘর পুড়ানোসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ৬ লন্ডন প্রবাসীকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলসহ লন্ডনের আইনশৃঙ্খলা বাহিনীকে চিঠি দেয়ার জন্য আসামীদের লন্ডনস্থ নাম-ঠিকানা সংগ্রহ করেছি। আমরা ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছি, আশা করি কিছুদিনের মধ্যেই এসব আসামীকে দেশে ফিরিয়ে আনতে পারবো।
খুন মারামারি চুরি ঘর পুড়ানো মামলায় যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com