স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আবু নাসিম মোহাম্মদ আলমগীর (৬০) এর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় নোয়াপাড়া সৈয়দ সঈদউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে জানাজার নামাজ শেষে নয়াপাড়ার ইটাখোলা সাহেববাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার নামাজের আগে তার আত্মার মাগফেরাত কামনা করে উপজেলা পরিষদের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা প্রশাসনের পক্ষে সহকারি কমিশনার ভূমি মোঃ মতিউর রহমান খাঁন, পরিবারের পক্ষে সায়হাম জুট মিলস্ এর চেয়ারম্যান প্রকৌশলী এবিএম হুমায়ুন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ মোঃ শামীম, চেয়ারম্যানদের পক্ষে সামসুল ইসলাম কামাল, মোঃ আপন মিয়া, মোঃ আরিফুর রহমান, মোঃ ফারুক পাঠান, মোঃ সহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যানদের পক্ষে আতিকুর রহমান, পারভেজ হোসেন চৌধুরী, আব্দুর রাজ্জাক, এহতেশাম উল বার চৌধুরী লিপু, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রেসক্লাবের পক্ষে মোঃ আলাউদ্দিন আল রনি, এলাকাবাসীর পক্ষে মহিউজ্জামান হারুন, আব্দুল আউয়াল লিটন। জানাজার নামাজে কয়েক হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। সন্ধ্যায় জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী ও জেলা পরিষদ সদস্য মহিউদ্দিন কামাল মরহুমের নোয়াপাড়াস্থ বাসায় গিয়ে সৈয়দ আলমগীরের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, বুধবার রাত পৌণে ৯টায় ঢাকার ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি টানা ৭ বার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com